বাংলাদেশ শিক্ষাক্রম।

 ভাষা আন্দোলন ওমুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার জন্য শিক্ষার্থীর আন্তনর্নিহিত মেধা ওসম্ভাবনায় পরিপূর্ণ  বিকাশে সাহায্য করার মাধ্যমে উচ্চতর শিক্ষায় যোগ্য করে তোলা মাধ্যমিক শিক্ষার আন্যতম লক্ষ। শিকার্থীকে দেশের আর্থনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পরিবেশগত পটুভুমির পেক্ষিতে দক্ষ ও যোগ্য নাগরিক করে তোলাও মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আন্যতম বিবেচ্য বিষয়

শিক্ষানীতি ২০১০- এর লক্ষ্য ও উদ্দেশ্যকে "zone name","placement name","placement id","code (direct link)" bdeducation0.blogspot.com,Popunder_1,24057813,"" bdeducation0.blogspot.com,SocialBar_1,24056799,"

পাঠ্যপুস্তকগুলোর বিষয় নির্বাচন ও উপস্হাপনের ক্ষেএে শিক্ষার্থীর দৈহিক ও মানসিক মূল্যবোধ থেকে শুরু করে ইতিহাস ও ঐতিহ্যচেতনা, মহান মুক্তিযুদ্ধের চেতনা,শিল্প- সাহিত্য- সংস্কৃতিবোদ,দেশপ্রেমবোধ,প্রকৃতি- চেতনা এবং- ধর্ম- বর্ণ- গোএ ও নারি- পুরুষ নিবের্শেষে সবার প্রতি সমমর্যাদাবোধ জাগ্রত করার চেষ্টা করা হয়েছে।

রুপকল্প ২০২১ বর্তমান সরকারের আন্যতম আঙ্গীকার।এই আঙ্গীকারকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশকে নিরক্ষরতামুক্ত করার প্রত্যয় ঘোষনা করে ২০০৯ সালেপত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করছেন।

"zone name","placement name","placement id","code (direct link)" bdeducation0.blogspot.com,Popunder_1,24057813,"" bdeducation0.blogspot.com,SocialBar_1,24056799,""

বই গুলো এমন ভাবে নিবার্চন করা হয়েছে যাতে একদিকে শিক্ষার্থীরা বাংলা সাহিত্যের ঐতিহাসিক ধারাক্রম সম্পর্কে আবগত হয় এবং আন্যদিকে এ দেশের ইতিহাস- ঐতিহ্য, শিল্প- সংস্কৃতি নীতি- নৈতিকতা ও মুল্যবোদ সম্পর্কে ধারণা লাভ করে। এ ছাড়াও এই জনগোষ্টীর জীবনযাপন,মুক্তিযুদ্ধের  মহান আর্জন,দেশপ্রেম, মানবতাবোধ,প্রকৃতি-চেতনা নারী- পুরুষের সমমর্যাদবোধ,ভ্রাতৃত্ববোধ ও বিজ্ঞানচেতনা ইত্যাদি বিষয়েও তুলে ধরা হয়েছে।

400



Comments